কোরবানির পশুর চামড়ার দাম কমল
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানান।
সরকার ঘোষিত নতুন দাম অনুযায়ী, এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা আর ঢাকার বাইরে এর দাম হবে ৩৫ থেকে ৪০ টাকা।
গতবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা ছিল।
এবার সারা দেশে খাসির চামড়ার দাম নির্ধারণ হয়েছে প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার দাম ১৩-১৫ টাকা। গত বছর সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়ার দাম ১৫-১৭ টাকা নির্ধারিত ছিল।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশের চামড়ার দাম কম। ব্যবসায়ীরা অনুরোধ করেছিলেন সে অনুযায়ী দাম নির্ধারণের। নতুন দাম নির্ধারণের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় আনা হয়েছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/ আগস্ট ০৯,২০১৮)