দ্য রিপোর্ট ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত সা’দা প্রদেশের উত্তরাঞ্চলে একটি স্কুল বাসে সৌদি জোটের বিমান হামলায় ৪৩ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে।

হতাহতদের অধিকাংশই ১০ বছরের কম বয়সী শিশু বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেডক্রস।

সৌদি শিল্প শহর জিজানে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় গত সপ্তাহে একজনের মৃত্যুর প্রতিশোধ নিতে সৌদি জোটের এই হামলা বলে জানিয়েছে সৌদি সংবাদ সংস্থা।

সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, হুতি বিদ্রোহীরা শিশুদের যুদ্ধক্ষেত্রে মানব ঢাল হিসেবে ব্যববহার করে আসছে।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে সৌদি সমর্থিত সরকারকে উৎখাত করে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৯, ২০১৮)