বেনাপোলে ৭৩ কেজি সোনাসহ আটক ১
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৭৩ কেজি ওজনের ছয়শ’ ২৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মহিউদ্দিন। তিনি শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
শিকারপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ সোনার একটি চালান শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারতে যাবে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য হাবিলদার মুকুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় মহিউদ্দিন নামের এক স্বর্ণ পাচারকারীকে ৭৩ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্য চোরাকারবারীরা পালিয়ে যায়।
আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা। আটককৃতকে স্বর্ণ এবং রামদাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১০, ২০১৮)