গাইবান্ধায় বাস উল্টে নিহত দুই
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ধাপেরহাটে একটি যাত্রীবাহী বাস উল্টে বাসের হেলপারসহ এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকার ভরসা কোল্ড স্টোরেজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঢাকার মিরপুর-১১ বাসিন্দা রিপন মিয়ার মেয়ে চাঁদনী (১৪) ও বাসের হেলপার পঞ্চগড় জেলার কদরকান্দি এলাকার জাবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৮)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অপু পরিবহনের যাত্রীবাহী বাসের চালকের চোখে ঘুম আসে। এসময় যাত্রীরা বারবার বলার পরেও চালক বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকে। বাসটি ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকার ভরসা কোল্ড স্টোরেজের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসযাত্রী চাঁদনী ও হেলপার সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১০ জন যাত্রী।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১০, ২০১৮)