দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বহনকারী গাড়িতে ধাক্কা দিয়েছে নিউভিশন পরিবহনের একটি বাস।

শুক্রবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরে পুলিশ বাসটিকে জব্দ করেছে এবং বাসচালক ও হেলপারকে আটক করেছে।

এই বাসচালকেরও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানিয়েছে পুলিশ। সারা দেশে ট্রাফিক সপ্তাহ চলার মধ্যেই এ ঘটনা ঘটল।

পুলিশ সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউভিশন পরিবহনের একটি বাস তার গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়।

শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াদুল হক জানান, বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল। তখন হেলপার ইব্রাহীম খলিল ইমন (২২) বাসটি চালাচ্ছিল। তার কোনও ড্রাইভিং লাইসেন্স ছিল না।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১১, ২০১৮)