জয়পুরহাটে বাসের ধাক্কায় নিহত ১
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার থুশিগাড়ী এলাকায় বাসের ধাক্কায় তোতামিয়া (৩০) নামে অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
শুক্রবার (১০ আগস্ট ) রাতে জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোতামিয়া জয়পুরহাট সদর উপজেলার ধারকি গ্রামের মোতালেব হোসেনের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার ধারকি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোর্শেদ হোসেন (৩০,) মৃত আবুল খালেকের ছেলে মাহফুজুল (৩২), শহিদুল ইসলামের ছেলে বাবু (৪০), বাবু চানের ছেলে সাইদুল ইসলাম (৪৪)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, তোতামিয়াসহ চারজন আরবি কোল্ড স্টোরের শ্রমিক। তারা কাজ শেষ করে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে বাসায় ফিরছিলেন। তখন জয়পুরহাটগামী একটি বাস পেছন দিক থেকে অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তোতামিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১১, ২০১৮)