দ্য রিপোর্ট প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর এছহাক শিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। রোববার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার এ দিন ধার্য করেন।

আসামিরা হলেন— সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের গিলাবুনিয়া গ্রামের এছহাক শিকদার, বল্লভপুর গ্রামের সোলায়মান মৃধা, গলাচিপা গ্রামের আবদুস সাত্তার পেদা, আবদুল গণি হাওলাদার ও মো. আউয়াল ওরফে মৌলভী আবদুল আউয়াল।

এর আগে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ৩০ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালীর ইটাবাড়িয়া গ্রামে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নি সংযোগ, অপহরণ ও ধর্ষণসহ ৬ ধরনের অভিযোগে এই পাঁচজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৮ মার্চ চার্জ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ২০১৫ সালে তাদেরকে গ্রেফতার করা হয়। এই পাঁচ আসামি বর্তমানে কারাগারে আছেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১২,২০১৮)