দ্য রিপোর্ট প্রতিবেদক : কর্তৃপক্ষের উদাসীনতা আর গাফিলতির মতো অসংখ্য অভিযোগের মধ্যেই রোববার শেষ হলো ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি। প্রতিদিনের মতো আজও টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় ছিল।

যাত্রীরা বলছেন, পুরো প্রক্রিয়াটি নিয়মের মধ্যে আনা গেলে টিকিট বিক্রি আরো সহজ হবে। টিকিট বিক্রির নির্দিষ্ট সময় রোববার সকাল ৮টা থেকে হলেও শনিবার মধ্যরাত থেকেই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। ভিড় বাড়তে বাড়তে পৌঁছে যায় মূল রাস্তা পর্যন্ত। সকালে খুলে দেয়া হয় টিকিট বিক্রির ২৬টি কাউন্টার। এসবের মধ্যেই অভিযোগের শেষ নেই যাত্রীদের।

বিশেষ চাহিদা সম্পন্ন এই শিক্ষার্থী দু’দিন ঘুরে জোগাড় করতে পেরেছেন তার স্বর্ণের হরিণ একটি টিকিট। কর্তৃপক্ষের উদাসীনতা আর চরম বিশৃঙ্খলার কথা বলেছেন অনেকেই। স্টেশনের আর অনলাইনের টিকিট দু’টোই কালোবাজারির দখলে অভিযোগ যাত্রীদের। যদিও স্টেশন ম্যানেজার বলছেন, সবকিছু চলছে ঠিক ভাবেই। রোববার বিক্রি করা হয়েছে ২১শে আগস্টের টিকিট, মোট টিকিট বিক্রি হয়েছে ২৫ হাজার ৩শ’ ৫৭টি।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১২,২০১৮)