নির্বাচনে না এলে বিএনপি গভীর সঙ্কটে পড়বে: বাণিজ্যমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আশা করছি, বিএনপি নির্বাচনে অংশ নেবে। কারণ তারা নির্বাচনে অংশ না নিলে গভীর সঙ্কটে পড়বে।
তবে নির্বাচনকালীন সরকারে তাদের থাকার কোনো সম্ভাবনা নেই। যারা সংসদে প্রতিনিধিত্ব করছে তারাই ওই সরকারে থাকবে।
রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়োর সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারতে বন্যার কারণে পেঁয়াজের দাম বেড়েছে। এ কারণে আমদানি করা পেঁয়াজেরও দাম বাড়ছে।
তবে, নিত্যপণ্যের দাম বাড়া কমা স্বাভাবিক ঘটনা জানিয়ে মন্ত্রী বলেন, সামনে ঈদের কারণে কিছুটা দাম বাড়তে পারে। পরে আবার এটি কমে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করতে সরকার অঙ্গিকারবদ্ধ বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১২, ২০১৮)