দিরিপোর্ট২৪ ডেস্ক : ল্যাটিন আমেরিকার দেশ হাইতিতে সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট মিশেল মার্শেলির বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দারিদ্র্য বিমোচনে ব্যর্থতার অভিযোগে এক মাস ধরে আন্দোলন করছে দেশটির জনগণ। খবর রয়টার্সের।

রাজধানী পোর্ট অফ প্রিন্সের সড়কে বৃহস্পতিবার দেশটির হাজার হাজার জনগণ মার্শেলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। এ সময় তার সমর্থকরা বিক্ষোভকারীদের উপর হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা জনান, মার্শেলির সমর্থকরা বিক্ষোভকারীদের উপর গুলি চালালে কমপক্ষে দুই জন গুলিবিদ্ধ হয়। তারা কয়েকঘন্টা ধরে গুলি চালায় বলেও জানান বিক্ষোভকারীরা।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে পুরো শহর অচল হয়ে যায়।

হাইতির বিক্ষোভকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট মার্শেলি দেশটিকে একটি দরিদ্রতম ক্যারিবিয়ান জাতিতে পরিণত করছেন। সরকারি বিভিন্ন গুরত্বপূর্ণ পদে প্রেসিডেন্ট তার আত্মীয়-স্বজনদের নিয়োগ দিচ্ছেন বলেও অভিযোগ করছে বিক্ষোভকারীরা।

জনি জোসেফ নামের এক বিক্ষোভকারী জানান, এই সরকারের কাছ থেকে তারা কিছুই পাননি। এটি শুধু ধনীদের জন্য কাজ করে।

জাতিসংঘের শন্তিরক্ষা মিশন বৃহস্পতিবার দেশটির সরকারকে নির্বাচনসহ অন্যান্য রাজনৈতিক বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে একটি বিবৃতি দেয়।

(দিরিপোর্ট২৪/এআইএম/এমডি/নভেম্বর ০৮, ২০১৩)