ভারতের হিমাচলে ভূমিধস, নিহত ১৮
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে।
সোমবার (১৩ আগস্ট) ভূমিধসে রাজ্যের সোলান জেলায় আটজনের মৃত্যু হয়। এছাড়া বন্যার পানিতে ভেসে গেছে এক শিশু। অন্যদিকে মান্ডি জেলায় তিনজনসহ হামিরপুর ও কংগরা জেলায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এই দুর্যোগের ফলে রাজ্যজুড়ে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। সতর্কতা হিসেবে প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকায় উদ্ধার কাজ চলছে। দুর্গতদের নিরাপদ স্থানে নেয়া হচ্ছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি ত্রাণ শিবিরও খোলা হয়েছে।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টায় বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর। এতে ভূমিধসে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
শিমলা আবহাওয়া অধিদফতরের পরিচালক মনমোহন সিং জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক সময়ের চেয়ে ৫০০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ১১৭ বছরের রেকর্ডে সোমবার দ্বিতীয় সর্বোচ্চ ১৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জরুরি বৈঠক করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৪, ২০১৮)