ইটালিতে সেতু ধসে গাড়ি ১০০ মিটার নিচে, বহু হতাহত
দ্য রিপোর্ট ডেস্ক : ইটালির শহর জিনোয়াতে একটি বড় গাড়ি চলাচলের সেতু ধসে ১০০ মিটার নিচে পড়ে গেছে বেশ কিছু গাড়ি। এঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে জানা গেছে। ইটালির পরিবহনমন্ত্রী ডানিলো তোনিনেল্লি এটিকে একটি বিশাল ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। তবে স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান এক সূত্রকে জানায়, মৃতের সংখ্যা কয়েক ডজন।
ভিডিও ফুটেজে দেখা যায়, ঝড়ো আবহাওয়ায় সেতুটি আঁকড়ে রাখা এক টাওয়ার ভেঙে যায়। এতে নিচে একটি রেললাইনের উপর ভেঙে পড়ে সেতুটি।
আঞ্চলিক এমার্জেন্সি সার্ভিসের দেওয়া একটি ছবিতে দেখা যায়, সেতুর টিকে থাকা অংশটির একেবারে শেষ প্রান্তে একটি ট্রাক আটকে রয়েছে। পড়ে সেটিও ভেঙে পড়ে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে ব্যাপক উদ্ধারকাজ চালাচ্ছে।
মোরান্ডি ব্রিজ নামে সবার কাছে পরিচিত এই সেতুটি ১৯৬০ সালে তৈরি হয়। দুর্ঘটনায় ভেঙে পড়ে সেতুটির কয়েক ডজন মিটার। ভারী বর্ষণের সময়ে হঠাৎই সেতুটি ভেঙে পড়ার সময়ে সেতুতে বেশ কিছু ট্রাক ও গাড়ির সারি ছিলো।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৪,২০১৮)