টাইগারদের এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা
বিসিবি'র কাছে বাংলাদেশ কোচ অন্তত ৩০ সদস্যের একটি দল চেয়েছিলেন। তাদেরকে নিয়ে তিনি আলাদা সেশন করতে চান। আলাদাভাবে দেখতে চান সবাইকে। যাতে করে তিনি এশিয়া কাপের জন্য তো বটেই ভবিষ্যত বাংলাদেশ দল নিয়ে পরিকল্পনা করতে পারেন।
বিসিবি'র ঘোষিত প্রাথমিক দলে নতুন মুখ আছেন কয়েকজন। তাদের মধ্যে বাঁ-হাতি তরুণ পেসার শরিফুল ইসলাম, অলরাউন্ডার সৈয়দ খালেদ আহমেদ এবং লেগ স্পিন অলরাউন্ডার ফজলে রাব্বি মাহমুদ এই প্রথম বাংলাদেশ দলে ডাক পেলেন। সম্প্রতি 'এ' দলের হয়ে ভালো করায় বিবেচনায় দেওয়া হয়েছে তাদের। বাকিরা বাংলাদেশ ক্রিকেটের চেনা মুখ। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ২৭ আগস্ট প্রস্তুতি শুরু হবে।
এশিয়া কাপের জন্য ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক দল
ব্যাটসম্যান: তামিম ইকবাল, ইমরুল কায়েস, আনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান, মোহাম্মদ জাকির হাসান, মোহাম্মদ মিথুন।
অলরাউন্ডার: সাকিব আল হাসান, সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ফজলে রাব্বি মাহমুদ।
বোলার: মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু জায়েদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সানজামুল ইসলাম।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৪,২০১৮)