সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রীতি স্বর্ণকার (৭) নামে এক স্কুলছাত্রী মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকচালক ও তার সহকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এছাড়াও পুলিশের এক এসআইকে পিটিয়ে আহত করেছে তারা। মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত প্রীতি উপজেলার কাটাখালি গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে। আহত এসআই প্রদীপ কুমার আশাশুনি থানায় কর্মরত। তবে ট্রাকচলক ও তার সহকারীর নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর গোপাল কুমার জানান, প্রীতি সকালে হেঁটে স্কুলে যাচ্ছিল। এ সময় সিমেন্টবোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-৩৩২৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে ও ট্রাকচালক ও তার সহকারীকে পিটুনি দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, আহত এসআই, ট্রাকচালক ও তার সহকারীকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়োন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৪,২০১৮)