মাদারীপুর প্রতিনিধি : কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (১৫ আগস্ট) সকাল সাড়ে সাতটা থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রয়োজনের তুলনায় খুবই কম ফেরি চলাচল করায় ঘাট এলাকায় আটকে আছে প্রায় ছয়শ’ যানবাহন।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন গণমাধ্যমকে জানান, নদীতে নাব্য সংকটের কারণে মঙ্গলবার রাত ১০টার দিকে এই নৌরুটে পুরোপুরি ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এই নৌরুটে চলাচলকারী ২০টি ফেরির মধ্যে সাতটি ছোট ফেরি চলছে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম।

তবে, যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যের ট্রাককে অগ্রাধিকার দিয়ে ছোট আকারে ফেরিতে পার করা হচ্ছে।

এদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট তীব্র আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নদীতে চায়না ড্রেজারসহ কয়েকটি ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে বলেও জানান রুহুল আমিন।

দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পারে আটকা পরেছে ছয় শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৫, ২০১৮)