দ্য রিপোর্ট প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন বিএনপি নেতারা।

বুধবার (১৫ আগস্ট) বেলা ৩টার দিকে নাজিম উদ্দিন রোডের কারাগারে যাবেন বিএনপি নেতারা। তাদের সঙ্গে বেগম জিয়ার পরিবারের সদস্য ও স্বজনরাও থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘জন্মদিন’ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে দফতর থেকে জানানো হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বাদ মাগরিব গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৫, ২০১৮)