নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেপরোয়া প্রাইভেকটারের ধাক্কায় চারটি রিকশা দুমড়ে মুচড়ে অন্তত ৮জন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা বেপরোয়া গাড়িটিকে ধাওয়া করলে গাড়ি রেখে পালিয়ে যায় চালক। পরে গাড়িটি ভাঙচুর করে জনতা।

বুধবার (১৫ আগস্ট) রাত পৌনে ১০টায় ফতুল্লার জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন- লালু মিয়া(২৮), রুহুল আমিন (৩০), এসএম সামিউল ইসলাম (২২), রাসেল (২৮), রাসেলের স্ত্রী বৃষ্টি (২৫), রাসেলের ভাতিজি চাঁদনী (১০)।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) দিদারুল আলম গণমাধ্যমকে জানান, গাড়িটি হয়তো কোন ওয়ার্কশপ থেকে নেয়া হয়েছে অথবা নতুন কেনা। ভেতরে কোন কাগজপত্রও পাইনি। গাড়িটির মালিকের খোঁজ নেয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে চালককে আটকের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৬, ২০১৮)