ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর থেকে সমীর বনিক (৪৫) নামে এক স্বর্ণকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের পাশে মুলিহাটি থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক গণমাধ্যমকে জানান, সমীর গোল্ড প্লেটের গহনা নিয়ে সিএনজি যোগে তার বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ফিরছিল। এসময় সমীরকে দুর্বৃত্তরা ছুড়িকাঘাত করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয় দুই যুবক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সমীরের গলার নিচে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার সঙ্গে থাকা গহনাগুলো নিতে পারেনি।

সমীরের আত্মীয় ও জেলা শহরের লাখিবাজারের স্বর্ণ মেলা শিল্পালয়ের মালিক ইন্দ্রজিত বনিক জানান, সমীর শায়েস্তাগঞ্জে স্বর্ণের কাজ করতো। প্রায় সময় সে ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বর্ণ, রুপা ও গোল্ড প্লেটের গহনা শায়েস্তাগঞ্জে নিয়ে যেত। বুধবার রাত সাড়ে ৮টার দিকেও সমীর গোল্ড প্লেটের গহনা নিয়ে শায়েস্তাগঞ্জে ফিরছিল।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৬, ২০১৮)