গাইবান্ধায় আগ্নেয়াস্ত্রসহ আটক ১
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তলসহ রশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড তাজাগুলিও উদ্ধার করা হয়।
বুধবার (১৫ আগস্ট) রাতে পৌরসভার গোহাটিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রশিদুল গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের একজন সাবেক কর্মী। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোহাটি পাড়ার মৃত ফজের আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদুলকে একটি পিস্তল ও ম্যাগজিনে থাকা এক রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় রশিদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৬, ২০১৮)