সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ২০% লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের বীমা খাতের সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি এ ডিভিডেন্ড ঘোষণা করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.০২ টাকা। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরেও কোম্পানিটি ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছিল। ‘এ’ ক্যাটাগরির আওতাভুক্ত কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) কোম্পানিটির প্রারম্ভিক শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.৮০ টাকা।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৬, ২০১৮)