এগিয়ে থেকেও ড্র করলো বাংলাদেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: এশিয়ান গেমসের ১৮তম আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আজ মুখোমুখি হয়েছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবল পরাশক্তি থাইল্যান্ডের। ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১২২। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৯৪ নম্বরে।
আসরের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আজ থাইল্যান্ডের সাথে ভালো খেলা বাধ্যতামূলক ছিল বলা যায়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় গ্রুপ ‘বি’ এর ম্যাচে মাঠে নামে দু’দল। খেলার প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে।
মাঠের খেলায় র্যাঙ্কিং দিয়ে যে কিছু যায় আসেনা সেটার কিছুটা হলেও প্রমাণ করেছে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে অর্থাৎ ৫২ মিনিটের সময় থাই জালে মাহবুবুর রহমান বল পাঠিয়ে এগিয়ে নেয় বাংলাদেশকে।
এরপর ৭৯ মিনিট পর্যন্ত ১-০ তে এগিয়ে থাকে বাংলাদেশ। কিন্তু ৮০ মিনিটের সময় বাংলাদেশকে গোল দিয়ে থাইল্যান্ডকে সমতায় ফেরান সুপাচাই চাইদেদ।
সমতায় ফেরার পর বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করে থাইল্যান্ড। কিন্তু গোলরক্ষক আরিফুল ইসলামের দৃঢ়তায় শেষ কয় মিনিট শেষ করে ১-১ গোলে ম্যাচ শেষ করে বাংলাদেশ।
থাইল্যান্ডের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে বাংলাদেশ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ১৯ আগস্ট কাতারের বিপক্ষে।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৬, ২০১৮)