দৌলতদিয়ায় নদী পারের দীর্ঘ অপেক্ষা
রাজবাড়ী প্রতিনিধি: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রোত থাকার কারণে রাজবাড়ীর দৌলতিদয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন।
শুক্রবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত এ সিরিয়াল দেখা গেছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সিরিয়ালে রয়েছে শতধিক যাত্রীবাহী বাস, ৬০ থেকে ৭০টি গরুবাহী ও পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য যনবাহন।
এদিকে সময়মতো ফেরি পার হতে না পেরে উভয় ঘাটে চালক, যাত্রী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও গরুর ট্রাক আগে পার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া পাড়ে ৬টি ঘাটের মধ্যে ৫টি সচল রয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে পারাপার হতে দ্বিগুন সময় লাগছে। যে কারণে ঘাটে ফেরি পারের অপেক্ষাও বাড়ছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৭, ২০১৮)