কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে রেললাইনের ধারে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-পোড়াদহ রেললাইনের মিরপুর পশুহাট রেলগেটের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে নিহতের নাম-পরিচয় ও কীভাবে তিনি মারা গেছেন, তা এখনো জানা যায়নি।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৮, ২০১৮)