দ্য রিপোর্ট প্রতিবেদক: গত দুই দশকে যে গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে তা অব্যাহত রেখে ২০৩০ সালের আগেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দোয়া মাহফিল ও আলোচনা সভায় একথা বলেন তিনি।

মুহিত বলেন, ‘দুই দশক ধরে আমাদের যে হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, তাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে ২০৩০ সালের বেশ আগেই অর্জন করবো।’

‘জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সফল হবোই।’

দুপুরে আগারগাঁওয়ে বিএসইসির চেয়ারম্যান এম. খাইরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুই কমিশনার ও নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের স্মৃতির স্মারক হিসেবে বৃক্ষরোপণ করেন অর্থমন্ত্রী।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৮, ২০১৮)