‘বন্দুকযুদ্ধে’ ফেনীতে ২ মাদক ব্যবসায়ী নিহত
ফেনী প্রতিনিধি : ফেনীতে র্যাবের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. মামুন মোর্শেদ (৩৫) এবং মো. আল আমিন (২৫) নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেট, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।
সোমবার (২০ আগস্ট) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরে চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেল দুই মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ওই দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় নিহতদের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৪ হাজার,৭শ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ হরা হয়।
র্যাব-৭, ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম গণমাধ্যমকে জানান, মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হবে। জব্দ হওয়া মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২০, ২০১৮)