চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ক্যান্টনমেন্ট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনোয়ার (৬০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বায়েজিদ থানার ক্যান্টনমেন্ট স্কুলের পাশে ডিওএইচএস এলাকায় মঙ্গলবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বাবুল আক্তার জানান, নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় পড়ে যান আনোয়ার। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/এনআই/মার্চ ০৪, ২০১৪)