পাবনা প্রতিনিধি : পাবনা শহরের ট্রাফিক মোড়ের পাশে একটি বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনে থাকা ব্যাংক-বিমা, ওষুধের দোকানসহ অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ছয়তলা বিশ্বাস ভবনের নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়। পরে দোতলা ও তিনতলার বিভিন্ন কক্ষে তা ছড়িয়ে পড়ে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম সাইফুল ইসলাম জানান, কীভাবে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনে থাকা ব্যাংক-বিমা, ওষুধের দোকানসহ অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২০, ২০১৮)