প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি
দ্য রিপোর্ট ডেস্ক : আট কার্যদিবসের ব্যবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এ জন্য বিনিয়োগকারীদের সতর্ক করতে সোমবার (২০ আগস্ট) তথ্যও প্রকাশ করেছে তারা।
ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ১৯ আগস্ট নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি মাসের ৭ তারিখ থেকেই প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারের দাম টানা বাড়ছে। ৭ আগস্ট কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৯ টাকা ৭০ পয়সা। যা টানা বেড়ে ১৯ আগস্ট দাঁড়ায় ১২ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আট কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা।
এই দাম বাড়ার প্রেক্ষিতেই প্রতিষ্ঠানটিকে নোটিশ পাঠায় ডিএসই। পরে কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করতে সোমবার তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৩৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৯ দশমিক ৪৪ শতাংশ, আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক ৫৬ শতাংশ শেয়ার।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২০, ২০১৮)