দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন।

টেক্সাসের মিসৌরির সিটি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার একজন নারী একটি ডিস্ট্রিবিউশন প্ল্যান্টে হামলা চালালে ওই ব্যক্তি নিহত হয়েছেন। তারা জানাচ্ছেন, এসময় ওই হামলাকারীও নিহত হয়েছেন। খবর সিএনএনের।

মিসৌরি সিটি পুলিশের ক্যাপ্টেন পল পোলটন বলেছেন, বেন ই. কেইথ ফুড ডিস্ট্রিবিউশন প্ল্যান্টে একজন হামলা চালিয়েছে এমন খবরে ঘটনাস্থলে যায় পুলিশ কর্মকর্তারা। পোলটন বলেন, ওই নারীর হামলায় আরও প্ল্যান্টের একজন কর্মী আহত হয়েছেন। তাকে একটি হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বলেন, ওই প্ল্যান্টে দ্বিতীয় দফায় সার্চ করছে পুলিশ কর্মকর্তারা। মিসৌরি সিটি পুলিশের এই ক্যাপ্টেন আরও বলেন, আমরা এ ঘটনার তদন্ত করে দেখবো।

যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটে থাকে। দেশটিতে আগ্নেয়াস্ত্র কেনার ব্যাপারে শিথিলতা থাকায় এমনটা ঘটে বলে অনেকের অভিমত।

তবে সাম্প্রতিক সময়ে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে। চলতি বছরের ১৮ মে অঙ্গরাজ্যটির সান্টা ফে হাইস্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়। এর আগে গেল বছরের ৬ নভেম্বর টেক্সাসে একটি চার্চে নির্বিচার বন্দুক হামলায় নিহত হয়েছিল ২৬ জন।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২০, ২০১৮)