চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

পৌর এলাকার কেদারগঞ্জস্থ নিজ বাসা থেকে সোমবার বিকেল চারটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলা রয়েছে। এছাড়া সোমবার তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরই প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পরে সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করার পর সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২০, ২০১৮)