ওমানকে হারিয়ে বাংলাদেশ হকি দলের দারুণ শুরু
দ্য রিপোর্ট ডেস্ক : এশিয়ান গেমসে ওমানকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ হকি দল।
সোমবার (২০ আগস্ট) নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ হকি দল ২-১ গোলে ওমানকে পরাজিত করে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং কাজাকিস্তান।
বুধবার (২২ আগস্ট) কাজাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৪ আগস্ট মালয়েশিয়া, ২৬ আগস্ট থাইল্যান্ড এবং ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ হকি দল।
ওমানের বিপক্ষে প্রথমার্ধের ১৩ মিনিটে আরশাদ হোসেনের গোলে এগিয়ে ছিল বাংলাদেশ ১-০। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানকে সমতায় ফেরান সালিম।
খেলার ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশ দলকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ হকি দল।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২১, ২০১৮)