দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর প্রিমিয়ার ব্যাংকের বাড্ডা লিংক রোড শাখা ম্যানেজারের মাথায় পিস্তল ঠেকিয়ে আগ্নেয়াস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ভোল্ট রুমে ঢুকে প্রায় ২৩ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. আশরাফুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রিমিয়াম ব্যাংকের বাড্ডা লিংক রোড শাখায় এক ব্যক্তি প্রবেশ করে ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ টাকা ডাকাতি করেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

তিনি বলেন, ব্যাংকের লোকজন বলছে, এ ঘটনাটি নাকি একজন ব্যক্তি ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করতে আমরা ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি এবং সেটি পর্যালোচনা করে দেখছি।

তবে এ বিষয়ে ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২১, ২০১৮)