দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর কারণে রাজধানী কারাকাসের ভবনগুলো খালি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ আগস্ট) রাতে হওয়া এ ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূলীয় ইরাপ প্রদেশে। যা কেরাকাস রাজ্যের রাজধানী ২৮৬ মাইল দূরে।

প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উপকেন্দ্রের প্রায় ২০০ মাইলের মধ্যে সুনামি হওয়ার শঙ্কা রয়েছে।

এজন্য গ্রানাডা, ত্রিনিদাদ ও টোবাগোসহ সংশ্লিষ্ট উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তথ্যসূত্র-আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২২, ২০১৮)