মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলায় পুলিশের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ আগস্ট) রাতে শহরের লাউপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতরা ডাকাত দলের সদস্য।
তবে নিহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে শহরে ডাকাতিকালে পুলিশের সঙ্গে ডাকাতদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে দুই ডাকাত নিহত হয়েছেন। তবে তাদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৫, ২০১৮)