দ্য রিপোর্ট ডেস্ক : চীনের উত্তর-পূর্ব অঞ্চলের হারবিন শহরের একটি হট স্পিং হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) ভোরে হারবিন শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কি কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। শিনহুয়ার এক খবরে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চলছে।

চীনা সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (২৫ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ সম্পর্কে জানতে তদন্ত চলছে। অগ্নিদগ্ধ হোটেলটিতে এখনও উদ্ধার তৎপরতা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৫, ২০১৮)