বেনাপোলে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের গওড়া মাঠ থেকে আটশ’ ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বেনাপোল আমড়াখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। এসময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে বেনাপোল থানার গওড়া এলাকার একটি মাঠে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আনিস ও মনিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে আটশ’ ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে।
আটক ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে পাঠানো হবে বলেও জানিয়েছেন হাবিলদার আনিস।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৫, ২০১৮)