ফিরছেন কর্মজীবীরা, ভিড় বেড়েছে সদরঘাটে
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়া মানুষগুলো। দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক, নদীপথে ও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন তারা।
শনিবার (২৫ আগস্ট) বিকেল থেকেই বরিশাল লঞ্চঘাট টার্মিনাল ও নতুল্লাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, পরিবার-পরিজন নিয়ে ফিরতে শুরু করে কর্মজীবীরা। তবে গত দুইদিন সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের তেমন ভিড় না থাকলেও রবিববার (২৬ আগস্ট) ভিড় বেড়েছে।
এদিন সকালে সদরঘাটে গিয়ে জানা যায়, ভোররাত থেকে সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে রাজধানীতে এসেছে কর্মজীবী ও সাধারণ মানুষ। ফলে ভোর থেকেই যেন সদরঘাটে ঈদ শেষে ফেরা মানুষের ঢল নেমেছে।
নৌযান সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পর প্রথম তিনদিন তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। আজ সরকারি অফিস পুরোদমে শুরু হওয়ায় ভিড় বেড়েছে।
এদিকে ঈদ শেষে বরিশাল থেকে আসা আনোয়ারুল হক জানান, বরিশাল ঘাটে লঞ্চে উঠেই দেখি মানুষের ব্যাপক ভিড়। কেবিনের সামনের জায়গাও আজ ফাঁকা ছিল না। তবে ভিড় বেশি থাকলেও পথে আসতে কোনো সমস্যা হয়নি। খুব ভালো ভাবেই পৌঁছাতে পেরেছি।
আরেক যাত্রী সায়মা আক্তার জানান, লঞ্চে এখন একটু বেশি ভাড়া নেওয়া হয়েছে। তবে এটি বরাবরই নেয় নৌযান মালিকরা। এছাড়া লঞ্চঘাটে হকারদের উৎপাতও রয়েছে।
ঘরমুখো মানুষকে ভাড়া গুলতে হচ্ছে দ্বিগুণ। এছাড়া ঈদ বকশিশের যন্ত্রণা তো আছেই যাত্রীদের। লঞ্চে ভাড়া বেশি নেওয়ার বিষয়ে সুরভী-৯ লঞ্চের দায়িত্বে থাকা শফিক জানান, আমরা কখনোই যাত্রীদের কাছ থেকে টিকিটের ভাড়া বেশি নেইনি। সরকার নির্ধারিত ভাড়াই নিয়ে থাকি।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৬, ২০১৮)