দ্য রিপোর্ট ডেস্ক : ইরানের কেরমানশাহ প্রদেশে ভূমিকম্পে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৫৮ জন। স্থানীয় সময় রবিবার (২৬ আগস্ট) এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবামাধ্যমগুলো জানিয়েছে, কেরমানশাহের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাজেহাবাদ শহরে দুইজন নিহত হয়েছেন। ভূমিকম্পের পর ৩ মাত্রার দু’টি আফটারশকও অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল কেরমানশাহ শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে।

ইরাকের রাজধানী বাগদাদেও এই ভূমিকম্প অনুভূত হয়। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত নভেম্বরে কেরমানশাহ প্রদেশের সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলোতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫৩০ জনের প্রাণহানি হয়। সেসময় আহত হয়েছিলেন হাজারও মানুষ

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৬, ২০১৮)