কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছর সঙ্গে ধাক্কা লেগে বাবা- ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল৭টার দিকে সদর উপজেলার পাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ঢাকার দক্ষিণ খান এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৪০) ও তার ছেলে ওয়াছি ইসলাম (৪)।

এ ঘটনায় আহত হয়েছেন আমিনুলের স্ত্রী ইয়াসমিন বেগম (৩০), মেয়ে আফসা (১২)। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা কুমিল্লা শহরে আসার পথে পালপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে অটোরিকশার যাত্রী আমিনুল ইসলাম তার স্ত্রী ইয়াসমিন বেগম, মেয়ে আফসা বেগম এবং ছেলে ওয়াছি ইসলাম গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আমিনুল ইসলাম ও ওয়াছি ইসলাম মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার সিএনজি চালক পালিয়ে গেছে।পুলিশ সিএনজি আটোরিকশাটিকে জব্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৮, ২০১৮)