দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘে নেদারল্যান্ডস ও কুয়েতের প্রতিনিধিরা বলেছেন, রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমার সেনাদের বিচারের আওতায় আনার দাবিকে তারা সমর্থন করেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে নেদারল্যান্ডসের স্থায়ী প্রতিনিধি কারেল ভ্যান অসটারোম বলেন, রাখাইনে যে নৃশংসতা সংঘটিত হয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

কারেল ব্যান অসটারোম মিয়ানমারের ঘটনাবলিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

কুয়েতের স্থায়ী প্রতিনিধি মানসুর আল ওতাবি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যায় দায়ীদের বিচারের আওতায় আনতে কার্যক্রমকে তার দেশ সমর্থন জানায়।

সোমবার জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যার উদ্দেশ্য নিয়ে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে ব্যাপক হত্যাকাণ্ড ও গণধর্ষণ চালিয়েছে।

এ ভয়াবহ অপরাধের দায়ে দেশটির সেনাপ্রধান ও আরও পাঁচ জেনারেলকে আন্তর্জাতিক আইনের অধীন বিচারের মুখোমুখি করারও সুপারিশ করা হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে গণহত্যার অভিযোগে মিয়ানমারের কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার প্রকাশ্য আহ্বান জানিয়ে জাতিসংঘের এটিই প্রথম কোনো প্রতিবেদন। এতে দেশটির বিচ্ছিন্নতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এতে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ ও কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা।

প্রতিবেদনে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে সন্দেহভাজন কর্মকর্তাদের বিচার করতে একটি অস্থায়ী ট্রাইব্যুনাল গঠনেরও নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বেসামরিক নাগরিকদের রক্ষায় নিজের নৈতিক কর্তৃত্ব ব্যবহারে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের নেত্রী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চিকেও দায়ী করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৮, ২০১৮)