মেয়র আরিফুলের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পাসপোর্ট ছয় মাসের জন্য ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আরিফুলের পাসপোর্ট ফেরতের দাবিতে করা এক রিভিশন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এ আদেশ দেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জামিনের শর্ত হিসেবে উচ্চ আদালতের নির্দেশে মেয়র আরিফুলের পাসপোর্ট জব্দ রয়েছে।
আদালতে আরিফুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
আইনজীবী ফজলুর রহমান জানান, কিবরিয়া হত্যা মামলায় জামিনের শর্ত হিসেবে আরিফুলের পাসপোর্ট জব্দ ছিল। আগামী ১০ সেপ্টেম্বর লন্ডনে অধ্যয়নরত আরিফুল হকের মেয়ের কলেজের সমাবর্তনে যোগদান করার জন্য পাসপোর্ট চেয়ে নিম্ন আদালতে আবেদন জানানো হয়।
১৪ আগস্ট ওই আবেদন নাকচ করেন আদালত। নিম্ন আদালতের এই আদেশের রিভিশন চেয়ে সোমবার হাইকোর্টে আবেদন করেন আরিফুল হক। মঙ্গলবার সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তাঁকে ছয় মাসের জন্য পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৮, ২০১৮)