দারুল ইহসান থেকে ডিগ্রিধারীদের এমপিওভুক্তির নির্দেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: আদালতের রায়ের ভিত্তিতে বন্ধ হওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার এ বিশ্ববিদ্যায়লের সনদধারী প্রায় তিন হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়।
নির্দেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে এ প্রতিষ্ঠানের সনদধারীরা উচ্চ আদালতে যান। আদালত বিভিন্ন সময় আবেদনকারীদের সনদের বৈধতা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তি হতে পারবেন।
এ ছাড়াও উক্ত সনদের ভিত্তিতে এরইমধ্যে বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্ত সংক্রান্ত সব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) গ্রহণ করবে।
এ বিষয়ে ব্যবস্থা নিতে মাউশি ডিজিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৮, ২০১৮)