ফেসবুক সমস্যায় ছিলেন নিহত সাংবাদিক সুবর্ণা
দ্য রিপোর্ট ডেস্ক : পাবনার নারী সাংবাদিক সুবর্ণা খুন হবার বেশ কিছু দিন আগে থেকে সামাজিক রযোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি নিয়ে সমস্যায় ছিলেন। ফেসবুকে সুবর্ণার আইডি থেকে এ তথ্য জানা গেছে।
ফেসবুকে সুবর্ণার মোট দুইটি আইডি রয়েছে। তার পুরনো আইডিটি ‘Shobarna Nodi’ নামে। সেটি অনেক পুরাতন। কিন্তু খুন হবার ১৬ দিন আগে (গত ১২ আগস্ট) সুবর্ণা নিজের আরেকটি আইডিতে বন্ধুতের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে বলেছিলেন।
‘সুবর্ণা নদী’ নামের নতুন আইডির লিংটি তিনি পুরাতন আইডিতে পোস্ট করে লিখেছিলেন, ‘আমার এই আইডিতে একটু প্রব্লেম হয়েছে। সবাই আমার এই আইডিতে রিকুয়েস্ট পাঠান লিংক দেওয়া আছে...’
পাবনায় সুবর্ণা আক্তার নদী (৩২) নামের এই নারী সাংবাদিক মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে বাড়ির সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সুবর্ণা আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং স্থানীয় অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, রাতে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা সুবর্ণার হাতে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৯. ২০১৮)