সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৪৫) এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে নলকা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, রাতে ময়মনসিংহ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চার যাত্রী আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা অজ্ঞাত এক যাত্রী মারা যান।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৯. ২০১৮)