কক্সবাজারে কোটি টাকার ইয়াবাসহ আটক ২
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে লম্বরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম র্যাব -৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান ( পিপিএম) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরিপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাবের একটি আভিযানিক দল অভিযানে নামে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে টেকনাফ সদরের ৩ নং ওয়ার্ড তুলাতুলি এলাকার মৃত বকসু মিয়ার ছেলে আব্দুল আমিন (৪০) ও একই এলাকার আমির হোসেনের ছেলে সৈয়দ নূরকে (৪০), আটক করে। পরে তাদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করে আসছে।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৯. ২০১৮)