কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ডুবোচরে ২ ফেরি আটকা
মাদারীপুর প্রতিনিধি: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্ট এলাকায় আটকে আছে দু’টি ফেরি।
বুধবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে ফেরি দু’টি আটকে যায়।
জানা যায়, ভোরে ফেরি যমুনা ও টাপলো কাঁঠালবাড়ী ঘাট থেকে পরিবহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৮টার দিকে লৌহজং টার্নিং পয়েন্ট এলাকায় এলে ডুবোচরে আটকে যায়।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, সকালে দু’টি ডাম্প ফেরি কাঁঠালবাড়ী থেকে পরিবহন নিয়ে ছেড়ে যায়। মূল পদ্মায় প্রবেশের আগেই ডুবোচরে আটকে পড়ে ফেরি দু’টো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে ডুবোচরে ফেরি দু’টি আটকে থাকতে দেখেছি। এবং ডুবোচর থেকে ফেরি দু’টিকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মদ আলী বলেন, প্রায় এক ঘণ্টা ধরে ফেরি আটকা আছে। উদ্ধারকারী আইটি জাহাজ দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, ফেরিতে বেশ কিছু পরিবহন ও যাত্রী রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৯. ২০১৮)