রাজশাহীতে জেএমবির পাঁচ সদস্য আটক
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ি ও চাপাইনবাবগঞ্জের চরাঞ্চল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির ৫ সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে জেএমবির শীর্ষ নেতা আমিনুলও রয়েছেন। অভিযানে বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ৩১, ২০১৮)