ভারতে ১৫ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৌদ্ধ সন্ন্যাসী গ্রেফতার
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের বিহারের বুদ্ধ গয়ার প্রসন্ন জ্যোতি বুদ্ধিস্ট স্কুল ও মেডিটেশন সেন্টারের সন্ন্যাসী ভান্তে সংঘপ্রিয়াকে ১৫ শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে একথা জানিয়েছে ইন্ডিয়া টুডে।
পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। ডেপুটি সুপারিন্টেনডেন্ট অব পুলিশ রাজকুমার শাহ এএনআইকে বলেন, আসাম থেকে পড়তে আসা এসব শিশু সন্ন্যাসীর কর্মকাণ্ড সম্পর্কে প্রথমে তাদের অভিভাবকদের জানায়।
তিনি বলেন, তারা আমাদেরকে জানিয়েছে স্কুলে থাকাকালীন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো। এছাড়া তাদেরকে মারধর এবং যৌন নির্যাতন করা হতো। আমরা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
রাজ্যটিতে আইনশৃঙ্খলার অবনতিসহ অন্যান্য পরিস্থিতির জন্য বিরোধী দলের কঠোর সমালোচনার মুখেই এমন ঘটনা ঘটলো। বিরোধী দলের অভিযোগ, সরকার রাজ্যে যৌন নির্যাতন কমাতে ব্যর্থ হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ৩১, ২০১৮)