পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে চলনবিলে ঘুরতে এসে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে শিউলী খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।

শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিউলী খাতুন ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল বিল্লাল গণির স্ত্রী। তবে আবদুল বিল্লাল গণি নিখোঁজ রয়েছেন। শিউলি খাতুনের লাশ সনাক্ত করেছেন তার স্বজনরা।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া এলাকায় নৌকাটি গভীর পানিতে ডুবে গেলে নারীসহ ৫ জন নিখোঁজ হয়।

নিখোঁজ অপর চারজন হলেন আবদুল বিল্লাল গণি, স্বপন হোসেন, স্বপন হোসেনের মেয়ে সাদিয়া খাতুন ও মোশারফ হোসেনের স্ত্রী শাহনাজ খাতুন পারুল।

এদিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের লিডার মো. নূরন্নবীর নেতৃত্বে রাত ১২টার নিখোঁজ পাঁচজনের সন্ধান চালানো শুরু করে।

নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, চাটমোহর থানার ওসি (প্রশাসন) মো. বদরুদ্দোজা, চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুকসহ অন্যান্যরা। গভীর রাত পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার ছুটির দিন থাকায় ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা ও কুষ্টিয়া উপজেলা থেকে আসা তাদের কয়েকজন বন্ধু ও তাদের পরিবারের ২২ জন সদস্য শুক্রবার সকালে চলনবিল ভ্রমণের উদ্দেশ্যে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ নৌবাড়িয়া ঘাট থেকে একটি নৌকা ভাড়া করে বিলের মধ্যে দিয়ে তাড়াশ উপজেলায় যান। পরে সন্ধ্যায় চাটমোহরে ফেরার পথে হান্ডিয়ালের পাইকপাড়া নামকস্থানে নৌকাটি উল্টে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ১৭ জনকে উদ্ধার করতে পারলেও নৌকাসহ পানিতে তলিয়ে যায় ৫ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত পৌনে ২টা) ডুবুরিরা অন্যান্যদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০১, ২০১৮)