নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
উপজেলার সাহেবপুর বাজার এলাকায় শনিবার বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, রোগী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কেন্দুয়া থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে সাহেবপুর বাজার এলাকায় অটোরিকশাটি পৌঁছলে কিশোরগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০১, ২০১৮)